কফিনে করে মাদক পাচারের অভিনব পন্থা । পাচারকারীদের ছক ভেস্তে দিল বেঙ্গল এসটিএফ । মঙ্গলবার শিলিগুড়ির ফুলবাড়িতে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স থেকে কফিনবন্দী বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে । ঘটনায় গ্রেফতার এক মহিলা-সহ চারজন । ধৃতদের নাম সমীর দাস, অপূর্ব দে, পাপ্পু মোদক ও সরস্বতী দাস । ওই অ্যাম্বুলেন্সকেও আটক করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর, এসটিএফ-এর অভিযানে ধৃতদের কাছ থেকে চৌষট্টি কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে । পুলিশ জানিয়েছে, ত্রিপুরা থেকে অসম ও পশ্চিমবঙ্গ হয়ে বিহারে পাচার করা হচ্ছিল এই নিষিদ্ধ গাঁজা । রাজ্যের নম্বরপ্লেট লাগানো একটি অ্যাম্বুলেন্স ব্যবহার করে পাচারকারীরা । তার মধ্যে রাখা ছিল চৌশট্টি কিলোগ্রাম গাঁজা ভর্তি প্রমাণ সাইজের একটি কফিন । মৃতের স্বজন পরিচয় দিয়ে গাড়িতে ওঠে পাচারকারীরা । মঙ্গলবার ভোরে শিলিগুড়ির আমবাড়ি ক্যানেল রোডে ফুলবাড়ির কাছে অ্যাম্বুলেন্স আটকায় এসটিএফ-এর একটি দল । এরপর অ্যাম্বুলেন্সের তল্লাশি নিতে গিয়েই চক্ষু চড়কগাছ পুলিশের ।
অ্যাম্বুলেন্সের ভিতরে রাখা ফুলে সাজানো কফিন থেকে উদ্ধার হল মোট আঠারোটি গাঁজার প্যাকেট । পাচারকারীদের গ্রেফতার করে এনজেপি থানায় নিয়ে যাওয়া হয় । ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে অভিযোগ দায়ের করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি পুলিশ স্টেশনে ।