লোকসভা নির্বাচন চলাকালীন বোমার মশলা উদ্ধার হল খাদিকুলে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ওই এলাকায়। এর আগে ২০২৩ সালের খাদিকুলেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ১১ জনের মৃত্যুর ঘটনা সামনে আসে।
কী ঘটেছে?
জানা গিয়েছে, এগরা ১ নম্বর ব্লকের খাদিকুলে বসবাসকারী গ্রামবাসীদের মধ্যে কয়েকজন স্থানীয় জঙ্গলে কাজ করতে গিয়েছিলেন। সেসময় তাঁদের নজরে আসে একটি বড় হাঁড়ি। তাঁদের দাবি, সেখানে রাখা ছিল বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। এদিকে পুরো ঘটনার জন্য একে অপরের উদ্দেশে আঙুল তুলেছে বিজেপি এবং তৃণমূল।
BJP-র অভিযোগ, শনিবার বিকালে স্থানীয় মোহনপুর এলাকায় BJP প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে নির্বাচনী সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভা বানচাল করতেই বোমা তৈরির সামগ্রী আনা হয়েছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিকে ২০২৩ সালের ১৬ মে খাদিকুলের একটি বেআইনি বাজি কারখানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেসময় ১১ জনের মৃত্যু হয়।