নতুন বছরে যেন 'লটারি' পেল দিঘার মৎস্যজীবীরা (Fisherman) । শনিবার পূর্ব ভারতের বৃহত্তম মৎস্য নিলাম কেন্দ্র পূর্ব মেদিনীপুরের দিঘা (Digha) মোহনায় একটি ট্রলারে উঠল প্রায় ১২১টি তেলিয়া ভোলা (Telia Bhola) । যার বাজারদর কয়েক কোটি টাকা । প্রত্যেকটির ওজন প্রায় ১৭-১৮ কেজি । এই মুহূর্তে মাছগুলি নিলামে বিক্রির চেষ্টা চলছে বলে খবর ।
এদিন, বিশ্বেশ্বরী ট্রলার থেকে একসঙ্গে এতগুলি তেলিয়া ভোলা উঠেছে । মৎস্যজীবীদের দাবি, এই মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায় । জীবনদায়ী ওষুধের জন্য এই মাছের পটকা ব্যবহৃত হয় । তাই এই মাছ বিদেশেও রপ্তানি করা হয় ।
আরও পড়ুন, Siliguri Suicide: সিঙ্গারা খেতে চেয়েছিল ছেলে, মায়ের ফেরা পর্যন্ত অপেক্ষা করাই হল না আত্মঘাতী পড়ুয়ার
২০২২-এ এটাই প্রথম তেলিয়া ভোলা । মৎস্য ব্যবসায়ী গিরিশচন্দ্র রাউত বলেন, "২০২২ এর এই প্রথম একসঙ্গে একটি ট্রলারে ১২১টি তেলিয়া ভোলা উঠেছে । নিলাম চলছে । বাজারদর ২ কোটি টাকার বেশি হবে । " গত বছরেও দুই ব্যবসায়ীর ট্রলারে তেলিয়া ভোলা উঠেছিল, যা তাঁদের রাতারাতি কোটিপতি করে দিয়েছিল । ফের তেলিয়া ভোলা জালে পড়ায় খুশি মৎস্যজীবীরা ।