শনিবার রাতে মামা জয়দেব সরকারের বাড়িতে কালী পুজোয় গিয়েছিলেন ভাগ্নে কৌশিক দেবনাথ। মামার বাড়িতে সস্ত্রীক গিয়েছিলেন কৌশিক। তাঁর বয়স ৪৬ বছর, এবং তাঁর স্ত্রী সুনন্দা দেবনাথের বয়স ৪০ বছর। তাঁদের বাড়ি বিরাটি। কিন্তু মামাবাড়ি থেকে আর ফিরতে পারলেন না কৌশিক এবং সুনন্দা। মামার বাড়ি কালী পুজোয় বেড়াতে এসে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গিয়ে মৃত্যু হয় কৌশিক এবং তাঁর স্ত্রীয়ের।
আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় এবার কাউন্সিলরদের দুঁষলেন ডেপুটি মেয়র
সকালে প্রতিমা ভাসান দিয়ে সবাই চলে যান। পরে গাড়ি নিয়ে কাছাকাছিই বেরিয়েছিলেন কৌশিক, সুনন্দা। গাড়ি চালাচ্ছিলেন স্ত্রী সুনন্দা। স্ত্রী গাড়ি চালানোর সময় ঢালাই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পুকুরে পড়ে যায়। এরপর স্থানীয়রা গাড়ির গেট ভেঙে দুজনকে উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার নয়া বস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের মেদিয়া গ্রামে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে।