অপরাধ কন্যা সন্তান জন্ম দিয়েছেন স্ত্রী। এর জেরে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এই অভিযোগে এবার গ্রেফতার করা হল অভিযুক্ত স্বামীকে। মাত্র ২১ দিনের সন্তানকে কোলে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার ধৃতকে বারুইপুর আদালতে তুলেছে পুলিশ। যদিও ধৃত নবকুমার মণ্ডলের দাবি, তাঁকে ফাঁসানো হয়েছে।
Railway: গরমে যাত্রীদের আরাম দিতে, নয়া পরিষেবার পরিকল্পনা রেলের
স্থানীয় সূত্রে খবর, মাত্র এক বছর হয়েছে তাঁদের বিয়ের। সোশ্যাল মিডিয়া থেকে পরিচয়, তারপর দুই বাড়ির সম্মতিতেই বিয়ে হয়েছিল তনুশ্রী ও নবকুমারের। কিন্তু তনুশ্রীর দাবি, বিয়ের পর থেকেই তিনি নানা রকম অত্যাচারের শিকার। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর থেকে এই অত্যাচার আরও বেড়েছিল বলে দাবি তনুশ্রীর।