শ্বশুরবাড়ির সিঁধ কেটে ‘চোরের’ মতো ঢুকে স্ত্রীকে কোপানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম গৌতম বিশ্বাস। আট বছর আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানা এলাকার অম্বরপুরের বাসিন্দা গোপাল বিশ্বাসের সঙ্গে পায়েল বিশ্বাস নামের এই আক্রান্ত মহিলার বিয়ে হয়েছিল। ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন পায়েল।
Ashoknagar Murder: মনুয়া কাণ্ডের ছায়া, প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ নর্তকী স্ত্রীর বিরুদ্ধে
অভিযোগ বাপের বাড়ি থেকে টাকা আনার চাপ দিয়ে স্ত্রীকে প্রায়শই মারধর করতেন অভিযুক্ত ব্যক্তি। অশান্তির জেরে দু’মাস আগে বাপের বাড়ি চলে যান। বহুবার স্ত্রীকে ফিরে আসার অনুরোধ জানালেও ফিরতে অস্বীকার করেন পায়েল। অভিযোগ গত ৬ ই ফেব্রুয়ারি মধ্যরাতে পায়েলের বাপের বাড়িতে এসে রান্নাঘরের পিছন দিয়ে সিঁধ কেটে ঘরে ঢোকে জামাই গৌতম । স্বামীকে দেখে একপ্রকার চমকে ওঠেন পায়েল, এরপর এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করেন গৌতম। ঘটনার পর অভিযুক্ত চম্পট দেন বলে অভিযোগ।