পরকীয়ার জের৷ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটে নদীয়ার হরিণঘাটা থানার মোল্লা বেলিয়া এলাকায়৷ তিন মাস আগে বছর ৪৫ এর মৃত আজিজুল মণ্ডলকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ৷ সোমবার শশুর বাড়ি থেকে বাবা আজিজুলের বাড়িতে আসেন বড় মেয়ে৷ তখনই নিজের মেজো বোনের কাছে ঘটনা শোনে বড় মেয়ে। মেজো মেয়ের জানায়, তার মা এবং কাকু মিলে ধারাল বটি দিয়ে খুন করেছে বাবাকে। এরপর কান্নায় ভেঙে পড়ে সে৷
ঘটনা শোনা মাত্রই মেজো বোনকে সঙ্গে নিয়ে গিয়ে হরিণঘাটা থানায় অভিযোগ দায়ের করে তারা। এরপর মৃত আজিজুলের স্ত্রী হামিদা বিবিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এরপর মঙ্গলবার রাতে সেপটিক ট্যাঙ্ক থেকে আজিজুলের দেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা যাচ্ছে হামিদা বিবির সঙ্গে পেশায় সবজি বিক্রেতা সমীর ঘোষের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে, তাকে নিজের বাড়িতেই ভাড়া রেখেছিলেন হামিদা বিবি।
প্রায়শই তাদের মধ্যে অশান্তি হত বলে জানাচ্ছে মৃত আজিজুলের পরিবার। সমীর ঘোষ নামের ওই ব্যক্তি এই মুহূর্তে পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা পুলিশ।