দিন কয়েক আগেই নজির বিহীন ঘটনার সাক্ষী থেকেছে গোটা রাজ্য। বহরমপুরে প্রেমিকা সুতপা চৌধুরীকে নৃশংশভাবে খুন করার অভিযোগে এই মুহুর্তে পুলিশের জালে সুশান্ত চৌধুরী। এবারেও সেই মুর্শিদাবাদেই ঘটে গেল আরও নৃশংস ঘটনা। স্ত্রী পরকীয়ায় লিপ্ত প্রতিবেশী যুবকের সঙ্গে। এই সন্দেহেই প্রতিবেশী যুবককে বাড়িতে ডেকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুনের অভিযোগ। পরে পুলিশের কাছে নিজেই গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শক্তিপুরে।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, শক্তিপুরের জিনারাপাড়ার বাসিন্দা আখতারুল শেখের বাড়িতে খুন হন তাদেরই প্রতিবেশী এক যুবক ফিরদৌস শেখ। পরে আখতারুল পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে৷
আখতারুল পুলিশকে জানায়, তার স্ত্রীর পাড়ার ওই যুবকের সঙ্গে প্রায় আড়াই বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। বারংবার নিষেধ করার পরেও আখতারুলের কথায় আমল দেয়নি কেউই। স্ত্রীকে দিয়ে বুধবার সকালে ফিরদৌসকে ডেকে পাঠায় আখতারুল। তারপর শুরু হয় বচসা৷ মেজাজ হারিয়ে এরপর স্ত্রীয়ের সামনেই ফিরদৌসকে গলা কেটে খুন করে বলে পুলিশকে জানিয়েছে আখতারুল।