স্ত্রীয়ের অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, সন্দেহ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই বাড়ছিল অশান্তি। কিন্তু এমন চরম পরিণতি কল্পনাতীত। অশান্তিতে পাকাপাকি দাঁড়ি টানতে স্ত্রীকে খুন করেই থানায় হাজির স্বামী।
পানিহাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের সোদপুর সুভাষনগর এলাকার ঘটনা। ভাড়া বাড়িতে থাকতেন রাজকুমার জানা ও তাঁর স্ত্রী লক্ষ্মী জানা। স্বামীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল লক্ষ্মীর। তা নিয়ে অশান্তিও লেগে থাকত নিয়মিত। বৃহস্পতিবার সকালে তা চরমে ওঠে। এরপরই ৪৫ বছরের গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। খুনের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত।
ওই গৃহবধূর বোন তনুশ্রী গায়েন বলেন, ‘আমরা কেউ এখানে থাকি না। সকালে মোবাইল মারফত জানতে পারি খুন হয়েছে লক্ষ্মী। কয়েকদিন আগেই আমার সঙ্গে কথা হয়েছে তখন কোন অশান্তির কথা আমাদের জানায়নি লক্ষ্মী।’
অভিযুক্তের আত্মসমর্পনের পর ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেন খড়দা থানার পুলিশ। অভিযুক্ত রাজকুমারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।