স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সবিতা রায়। তিনি বারাসতের একটি পানশালায় নর্তকীর কাজ করেন। ইতিমধ্যে সবিতা, তাঁর ভাই এবং সবিতার প্রেমিককে আটক করেছে পুলিশ। মৃত যুবকের নাম হারাধন রায়। তিনি কর্মসূত্রে ওড়িশায় থাকতেন। খুনের ঘটনাটি ঘটেছে অশোকনগর এলাকায়।
কী কারণে খুন?
জানা গিয়েছে, কয়েকবছর আগে হারাধনের সঙ্গে সবিতার বিয়ে হয়। তাঁদের তিন সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সবিতা। তারপরেই হারাধনকে খুনের পরিকল্পনা করা হয় বলে প্রাথমিক অনুমাণ পুলিশের।
কোথা থেকে দেহ উদ্ধার
ওড়িশায় কর্মসূত্রে থাকলেও, কয়েকদিন আগে হারাধনকে ফোন করেন সবিতা। এবং অশোকনগরের বাড়িতে আসতে বলেন। এরপর শনিবার সকালে বারাসত নপাড়া রেল কারশেড এলাকা থেকে দেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুমাণ, সবিতা, তাঁর ভাই ও তাঁর প্রেমিক পরিকল্পনা করেই খুন করা হয়েছে। যদিও ঠিক কী কারণে খুন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।