রাজনৈতিক হিংসার মামলায় বিধাননগর আদালতে হাজিরা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। বিচারকের সামনে অনুব্রত মণ্ডলের দাবি, তিনি নির্দোষ। মামলায় অভিযুক্ত মোট ১৪ জন এদিন আদালতে হাজিরা দেন। ২০১০ সালে বর্ধমানের মঙ্গলকোটে বোমাবাজির ঘটনার অভিযোগ ছিল অনুব্রতর বিরুদ্ধে। আসানসোল জেল থেকে বিধাননগরে আনা হয় গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে। শুক্রবার এই মামলার ভার্চুয়াল শুনানি।
সেই সময় রাজ্যে ছিল বামেদের শাসন। ২০১০ সালের মার্চ মাসে বর্ধমানের মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে বোমাবাজির ঘটনায় আহত হন বেশ কয়েকজন। অনুব্রত মণ্ডল -সহ মোট ১৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। প্রথমে কালনা আদালতে চলছিল সেই মামলা। এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৩ জনের স্বাক্ষ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন: 'আজ থেকেই দুর্গাপুজোর শুরু', বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনে ঘোষণা মুখ্যমন্ত্রীর
গত ১১ অগাস্ট গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল নেতার প্রয়াত স্ত্রী ও মেয়ের একাধিক সম্পত্তির খোঁজ পায়। সিবিআই বোলপুরে মোট ১০টি চালকলের খোঁজ পেয়েছে। একটি চালকল থেকে চটি বিলাসবহুল গাড়ি পাওয়া গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর তাকে ফের আদালতে তোলা হবে।