সকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টুইটারে আনফলো করে দেয় আইপ্যাক (IPAC)। বিকেলেই ফের বাংলার মুখ্যমন্ত্রীকে ফলো করতে শুরু করে তারা। ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থার এমন 'দোলাচলে'র নেপথ্যে কি রয়েছে কোনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত? সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল।
শুক্রবার সকালেই মমতাকে আনফলো করে দেয় আইপ্যাক। তা নিয়ে শুরু হয় তোলপাড়। রাজনৈতিক মহলের একাংশের দাবি, তৃণমূলের সঙ্গে আইপ্যাকের বিচ্ছেদ অবশ্যম্ভাবী। তারই ইঙ্গিত মমতাকে আনফলো করায়।
আরও পড়ুন: Mamata Banerjee: তৃণমূলের অন্দরে অশান্তি তুঙ্গে, কালীঘাটে আজ জরুরি বৈঠক মমতার
বিকেলেই অবশ্য অন্য চিত্র। দেখা যায়, আবারও মমতাকে ফলো করছে আইপ্যাক। তাহলে কি এক বেলাতেই বদলে গেল সমীকরণ? শনিবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকে ডেকেছেন মমতা। তার আগে এই নিয়ে জল্পনা তুঙ্গে।