সরিয়ে দেওয়া হল ঝালদা থানার আইসি (Jhalda IC) সঞ্জীব ঘোষকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসডিপিও সুব্রত দেব ওই থানা সামলাবেন। এমনটাই জানিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ (Purulia Police)।
ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) তপন কান্দু (Tapan Kandu) খুনের ঘটনায় পুলিশের ওপরেই বারবার অভিযোগ উঠছিল। তপনের ভাইপো মিঠুনের সঙ্গে আইসি সঞ্জীবের কথোপকথনের অডিও প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার থানার দায়িত্ব থেকে আইসি সঞ্জীব ঘোষকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: রামপুরহাটে রেয়াত নয়, আইসি-র পর কড়া পদক্ষেপ হিসাবে এসডিপিও-কে সাসপেন্ড করল রাজ্য
বৃহস্পতিবার নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। ভাইপো মিঠুন জানান, সব কাজ মিটে গেলে উচ্চ আদালতে যাবে পরিবার। সিবিআই তদন্তের দাবি জানানো হবে। মালদার কংগ্রেস নেতা নেপাল মাহাতো জানান, সিবিআই তদন্ত চয়ে হাইকোর্টে যাবে কংগ্রেস।