একই সঙ্গে ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের ফলপ্রকাশ করবে ICSE। সোমবার সকাল ১১টা থেকে ফল ঘোষণা করা হবে। রবিবার ঘোষণা করল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন CISCE। বোর্ড রেজাল্ট ঘোষণা করার পর cisce.org-এই ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।
ICSE-এর ক্লাস টেনের পরীক্ষা শেষ হয় গত ২৮ মার্চ। ক্লাস টুয়েলভের পরীক্ষা শেষ হয় ৩ এপ্রিল। সোমবার ফল ঘোষণার পরীক্ষার্থীরা ওয়েবসাইটে ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর দিয়ে সার্চ করলেই রেজাল্ট দেখতে পারবেন। এই বছর আড়াই লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।
ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে। https://results.digilocker.gov.in এই ওয়েবসাইটে গিয়ে CISE-এর আলাদা বিভাগে যেতে হবে। ISCE-এর রেজাল্ট জানতে বাটনে ক্লিক করতে হবে। ইনডেক্স নম্বর, জন্মতারিখ দিয়ে সাবমিট করলেই রেজাল্ট চলে আসবে। এছাড়া সার্ভিস পোর্টারে রেজিস্টার মেইল আইডি- দিয়ে লগ ইন করলেও রেজাল্ট জানা যাবে। ৬ মে থেকে ১০ মে পর্যন্ত রিভিউ করার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।