আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) সর্বভারতীয় পরীক্ষায়ও বাংলার জয়জয়কার। আইসিএসই অর্থাৎ দশম শ্রেণীর পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে মোট ৯ জন।
এই নয় জনের মধ্যে রয়েছে বাংলা তথা পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায়। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছে সে। এছাড়াও দশম শ্রেণির মেধাতালিকায় প্রথম তিনে রয়েছে বাংলার ২২ জন ছাত্রছাত্রী।
আইএসসি পরীক্ষায় অর্থাৎ দ্বাদশ শ্রেণির তালিকায় সারা দেশে প্রথম হয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে দুই জনই এই রাজ্যের। ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ পেয়ে ভক্তিনগরের সেন্ট জোসেফ স্কুলের শুভমকুমার আগরওয়াল এবং কলকাতার হেরিটেজ স্কুলের মান্য গুপ্ত প্রথম হয়েছেন। এছাড়াও দ্বাদশ শ্রেণির মেধাতালিকায় প্রথম তিনে রাজ্যের ১৮ জন ছাত্রছাত্রী।