চলতি বছরে আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে ন'জন পড়ুয়া প্রথম স্থান অধিকার করেছে। সেই তালিকায় আছে বাংলার ছেলে সম্বিত মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের ছাত্র সম্বিত। তার প্রাপ্ত নম্বর ৪৯৯।
এত ভাল রেজাল্টের পিছনে মূলমন্ত্র কী? সেই উত্তরে জানা গিয়েছে, শুধু বইয়ে মুখ গুঁজে বসে থাকত না সে। বরং পড়াশোনার পাশাপাশি চলত আঁকা, গিটার এমনকি দাবা খেলাও। তবে, এসবের জন্য লেখাপড়ায় কোনও ঘাটতি হয়নি। বরং সারা বছর রুটিন মাফিক চলত তার পড়াশোনা।
পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের স্কুলের ছাত্র সম্বিত আশা করেছিল সে ভাল ফল করবে। কিন্তু বোর্ডের পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হবে সেই কথা ভাবেনি। বাংলার এই পড়ুয়া আগামী দিনে আরও সফল হতে চায়। পড়তে চায় আইআইটিতে। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়াই তার লক্ষ্য। আর সেই কারণেই এই ভাল ফল থেকে মনসংযোগ আরও দৃঢ় করে এগিয়ে যেতে চায় সে।