কিষাণ মান্ডি থেকে কৃষককে ফিরিয়ে দিলেই এফআইআর। সোমবার পূর্ব বর্ধমানে মাটি উৎসবে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে বিডিও এবং থানার আইসিদের কড়া নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর সাফ কথা, রাজ্যের কৃষকদের সঙ্গে কোনও বেনিয়ম তিনি বরদাস্ত করবেন না। দিন কয়েক আগে পুরুলিয়া এবং বাঁকুড়ায় প্রশাসনিক সভায় জেলার বেশ কয়েকটি অনিয়মের অভিযোগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী নিজেই। এদিনও মাটি উৎসবের অনুষ্ঠানে বর্ধমানে কৃষকদের সঙ্গে বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে আনেন তিনি। সেখানেই পুলিশকে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এদিন মাটি উৎসবের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিনই একাধিক প্রকল্প খাতে কৃষকদের ২ হাজার ৩০০ কোটি টাকা পাঠান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে জানান, তাঁর সরকার সবসময় কৃষকদের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে। নিজের ভাষণে অতীতে জমি আন্দোলনের কথাও তুলে আনেন মমতা। জানান, রাজ্যের কৃষকদের জমি বাঁচাতে তিনি টানা ২৩ দিন অনশন করেছিলেন। এমনকী কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সবার আগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেসই। তাই কৃষক স্বার্থে কোনও আঘাত তিনি সহ্য করবেন না।
রাজ্য়ের শস্যের ভান্ডার বলেই পরিচিত বর্ধমান। সেই জেলাতেই কৃষকদের সঙ্গে দুর্নীতি করা হচ্ছে। এদিন মাটি উৎসবের মঞ্চ থেকে সেই তথ্য়ই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, চাষিরা ধান বিক্রি করতে এলে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ আর তিনি বরদাস্ত করবেন না। এই অভিযোগের বিরুদ্ধে বিডিও এবং জেলাশাসককে এফআইআর করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।