ফের ভিনরাজ্যের পড়ুয়ার মৃত্যু হল IIT খড়গপুরে। মৃত ছাত্রের নাম সূর্য দীপন জি এস। বুধবার রাতে রাধাকৃষ্ণণ হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, সামার ভ্যাকেশন ইন্টার্নশিপ করতে খড়গপুর IIT খড়গপুরে এসেছিলেন ওই পড়ুয়া। মে মাসের ২৯ তারিখ থেকে বিশেষ কোর্সে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার রাতে আচমকা মৃত্যু হয় তাঁর।
এদিকে কয়েক মাস আগে অসমের এক ছাত্রের মৃত্যুতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল খড়গপুর IIT। এর মধ্যে আরও এক ভিন রাজ্যের ছাত্রের মৃত্যুতে শোড়গোল ছড়িয়েছে। এই পরিস্থিতিতে যথেষ্ট চাপে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে কলেক কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রবল গরমের জন্যই হৃদরোগে আক্রান্ত হন ওই পড়ুয়া।