নিয়োগ দুর্নীতির দুটি মামলা হাতছাড়া হওয়ার পর শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ‘আজ আমার মৃত্যুদিন।’ কিন্তু এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস-বিজেপি। বিজেপি নেতা দিলীপ ঘোষের কথায়, চাকরিপ্রার্থীদের কাছে এটা বড় ধাক্কা। অন্যদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী জানান, বিচারপতি গঙ্গোপাধ্যায় আন্দোলনকারী ও বাংলার অগণিত মানুষের কাছে হিরো হয়েই থাকবেন।
শুক্রবার এই ঘটনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেন যে, এই একই যুক্তিতে সব মামলা থেকে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে এই নির্দেশ প্রকাশ পেতেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিপ্রার্থীদের একাংশ। শুক্রবার মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে অবস্থানরত উচ্চ প্রাথমিকের বঞ্চিত চাকরিপ্রার্থীরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান। অধিকাংশ পোস্টারে তাঁকে ফেরানোর দাবি তোলা হয়।