দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এবার অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় বাড়ির মালিক মোতালেব ও তার সাগরেদ জয়নাল মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, শুক্রবার রাতে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বাসন্তীর রামচন্দ্রখালি পঞ্চায়েতের ছোট কলাহাজরা গ্রামের তেঁতুলতলা গ্রামে অভিযান চালায়। সেখানে মোতালেব পুরকাইতের বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম।
জানা গিয়েছে, ঘরের মধ্যে মহিলারা বাড়ির মধ্যে জরির কাজ করতেন। তার আড়ালেই চলত অস্ত্রের কারবার। ওই বাড়ি থেকে মোট ৭টি ইম্প্রোভাইজ লং ফায়ার আর্মস উদ্ধার করা হয়। অভিযুক্তদের মধ্যে বাড়ির মালিক মোতালেব ২০১৯ সালে একবার গ্রেফতার হয়েছে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।