রমরমিয়ে বেআইনি হুক্কাবার চলার অভিযোগ শান্তিনিকেতনে। নেশার টানে বুঁদ যুব সমাজ। কোপাই নদীর অদূরে প্রশাসনের অনুমতি ছাড়াই বসছে হুক্কাবার। জানা গিয়েছে, গোয়ালপাড়া এলাকায় পলাশবনী নামে একটি হুক্কাবার আছে। সন্ধ্যা হলেই এখানে ভিড় করেন তরুণ তরুণীরা।
শান্তিনিকেতন বোলপুর পুরসভার অন্তর্গত। এই হুক্কাবার খোলার অনুমতি দেওয়ার ক্ষমতা নেই পুরসভার। শান্তিনিকেতন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকা। সেখানে প্রশাসনের নাকের ডগায় এই হুক্কা বার তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে। বলছেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ।
আরও পড়ুন: রদবদল আসতে চলেছে SFI কমিটিতে, জানুয়ারিতেই সম্মেলনের ভাবনা
বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ বলেন, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শহর। আন্তর্জাতিক খ্যাতি আছে বোলপুরের। এখানে যুব সমাজ নেশাগ্রস্ত হোক, তা চান না তিনি। তার জন্য যা পদক্ষেপ করার করবেন, জানিয়েছেন তিনি।