অবৈধভাবে ফুটপাথ দখলদারীদের উচ্ছেদ অভিযান শুরু হল বোলপুরে। শুক্রবার সকাল থেকে পুলিশ ও পৌরসভার তরফে উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিকে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান এক মাস বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও কেন ফের উচ্ছেদ চালানো হচ্ছে সেনিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। ঘটনার জেরে পুলিশের সঙ্গে বচসাও শুরু হয় দোকানদারদের।
শুক্রবার সকাল থেকে বোলপুর বাজার থেকে খোয়াই পর্যন্ত রাস্তার দুধারে অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একাধিক বড় দোকানের সামনে ফুটপাথের উপর অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছিল। ফুটপাথের উপরের কাঠামোগুলি ভাঙা হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকেই জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্ছেদ অভিযান চলছে। তাঁদের ব্যবসার ক্ষতি হচ্ছে। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগেই দোকানদারদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা নির্দেশ অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।