জঙ্গি সন্দেহে হাওড়ার টিকিয়াপাড়া থেকে ধৃত ২ যুবককে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। শনিবার দুই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। জানা যাচ্ছে, ধৃত মহম্মদ সাদ্দাম ও সঈদ হোসেন পর্যাপ্ত অস্ত্র এবং বিস্ফোরক জোগাড় করে হামলার ছক করছিল। কলকাতা এসটিএফ সূত্রে খবর নিজেদের ফিঁদায়ে জঙ্গি হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছিল তারা। পাশাপাশি সুইসাইডল স্কোয়াড বা আত্মঘাতী জঙ্গি সম্পর্কে খোঁজ খবর করছিলেন৷
Howrah News: জঙ্গি সন্দেহে গ্রেফতার হাওড়ার দুই যুবক, উদ্ধার মোবাইল-ল্যাপটপ
পুলিশ সূত্রে আরও খবর, পাকিস্তানের জেহাদিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল সাদ্দামের৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম টেকের ছাত্র সাদ্দামের ল্যাপটপ ফোনে মিলেছে বিস্ফোরক সব তথ্য, আন্দাজ গত দুবছর ধরেই আইসিস বা ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সঙ্গে তার ওঠাবসা। সঈদকেও তারই দলে আনা।