মঙ্গলবার গভীর রাতে বানারহাট নাগরাকাটা ব্লকের ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে একটি বুনো হাতি (Elephant Attack)। খাবারের খোঁজে কলাবাড়ি এলাকার (Kolabari) একটি বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করে ওই হাতি। ওই বাড়ির দম্পতিকে পিষে মারে হাতিটি৷ বাবুরাম মাঝি (৬৫) ও তাঁর স্ত্রী বাহামুনি মাঝির (৬০) মৃত্যু হয়, হাতির হামলায় গুরুতর আহত হয় মেয়ে এবং নাতি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই খবর।
আরও পড়ুন: মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ১৬০ পাতার চার্জশিট পেশ ইডির, রয়েছে স্ত্রী, পুত্রের নামও
ঘটনায় হাতির আতঙ্কে কাঁটা এলাকার গ্রামবাসীরা। এছাড়াও গ্রামের আরও চারটি বাড়িতে উপদ্রব চালিয়েছে হাতির দল। ডুয়ার্সে (Dooars) হাতির আতঙ্ক নতুন কিছু নয়৷ বছরে প্রায়শই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে হামলা চালায় হাতি, যার জেরে সম্পদহানি, প্রাণহানি লেগেই থাকে। মৃতের পরিবার ক্ষতিপূরণের দাবি করেছে বলে জানা যাচ্ছে। বনদফতর সমস্ত সাহায্যের আশ্বাস দিয়েছে বলে খবর৷