অসহ্য গরম থেকে এখনই রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত, আগামী আরও কয়েকদিন দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় তাপের মাত্রা আরও বাড়বে। এমনকী, জারি করা হতে পারে লু সতর্কতা। এরমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় জলস্তর কমছে বলে খবর পাওয়া যাচ্ছে। সোমবার জলের দাবিতে রাস্তায় আটকানো হয় বাঁকুড়ায়।
পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন গ্রামের মহিলারা। বাঁকুড়ার ৬০ নম্বর জাতীয় সড়কের পুয়াবাগান মোড়ে এদিন ভগবানপুর, পুয়াবাগান, উপরশোল, পাতালখুরী, ভাগাবাঁধ, আগয়া, নন্দীগ্রাম, কৃষ্ণনগর সহ বেশ কয়েকটি গ্রামের মহিলারা হাঁড়ি কলসি বালতি নিয়ে অবরোধ করেন।
পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা বাঁকুড়া এক নম্বর ব্লক অফিসেও বিক্ষোভ দেখান। অভিযোগ দীর্ঘদিন ধরে তাঁরা পানীয় জল পাচ্ছেন না। বারবার স্থানীয় স্তরে পঞ্চায়েতে জানানোর পরও কোনো কাজ হয়নি।
বাঁকুড়ায় প্রচণ্ড দাবদাহে চলছে তারপরও সামান্য পানীয় জলের জন্য হাপিত্যেশ করে মরতে হচ্ছে। গ্রামে একটি কিংবা দুটি পানীয় জলের টিউবয়েল থাকলেও তাতে যে পানীয় জল পাওয়া যায় তার খাওয়ার অযোগ্য। বাড়িতে পানীয় জলের কলের লাইনের প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনও কাজ হয়নি। এই দাবিতে স্মারকলিপি জমা দেয় বিক্ষোভকারী মহিলারা।
এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াতে পারে।