ইউক্রেনে(Ukraine) বাকি ভারতীয়দের(Indian) সঙ্গেই আটকে রয়েছেন সোনারপুরের(Sonarpur) এক ছাত্র। ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন সোনারপুর কামরাবাদ(Soanrpur Kamrabad) এলাকার বাসিন্দা পুষ্পক স্বর্ণকার। বর্তমানে টারনোপিল(Ternopil) শহরে বসবাসকারী পুস্পকের বিমানের টিকিট কাটা থাকলেও তা আর কাজে আসেনি। বাতিল হয়েছে ইউক্রেনফেরত সমস্ত বিমান।
ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছে স্বর্ণকার পরিবার। ২৬ ফেব্রুয়ারি পুস্পক স্বর্ণকারের বিমানের(Flight) টিকিট থাকলেও তা বাতিল হয়ে যায়। ফলে ছেলে কীভাবে বাড়ি ফিরবে, তা ভেবে কূল পাচ্ছেন না বাবা-মা। ছেলের সঙ্গে এখনও ফোনে কথা বলা গেলেও সেই যোগাযোগ(Phone Connection) কতক্ষণ থাকবে, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন পুস্পকের পরিবার।
আরও পড়ুন- Ukraine Crisis: ইউক্রেন দখলে মরিয়া রাশিয়া, দফায় দফায় বোমাবর্ষণে গুঁড়িয়ে গেল একাধিক বিমানঘাঁটি