চোপড়ার ঘটনায় প্রথম সরকারি পদক্ষেপ। কাজে গাফিলতির অভিযোগে এই ঘটনায় শো-কজ করা হল স্থানীয় থানার আইসিকে। সোমবার রাজ্য পুলিশ টুইট করে জানিয়েছে, চোপড়া থানার আইসিকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। একইসঙ্গে, এই ঘটনায় বিরোধীদের সমালোচনা করা হয়েছে। রাজ্য পুলিশের দাবি, এই ঘটনার পিছনে অহেতুক রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
রবিবার চোপড়ার লক্ষ্মীপুরের ঘটনায় তৃণমূল নেতা তাজিমুল ইসলামকে গ্রেফতার করা হয়। এদিন তাকে আদালতে পেশ করা হয়। তাজিমুলের বিরুদ্ধে বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে। আপাতত তাকে পাঁচ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখা হবে। এই ঘটনায় সোমবার দুপুর রাজ্য পুলিশ দাবি করে, লক্ষ্মীপুরে যুগলের মৃত্যু ঘটনায় অনেকেই ভুল তথ্য দিচ্ছে। তা ঠিক নয়। আসল ঘটনাটি হল, ওই বিষয়ে জানার পরেই পুলিশ দ্রুত অভিযুক্তকে চিহ্নিত করে এবং গ্রেফতার করে।
চোপড়ার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি । এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন তিনি । অন্যদিকে, কোচবিহার ও চোপড়ার ঘটনার প্রতিবাদে বিধানসভা চত্বরে অবস্থান বিক্ষোভ শুরু করেছে বিজেপি । সোমবার সকাল থেকেই বিধানসভা চত্বরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ধর্নায় বসেছেন বিজেপির মহিলা বিধায়করা । হাতে প্ল্যাকার্ড নিয়ে শুরু হয়েছে অবস্থান কর্মসূচি ।
কোচবিহারের ঘটনায় বিধানসভায় বিক্ষোভ অবস্থানের কথা আগেই জানানো হয়েছিল বিজেপির তরফে । তবে, ধর্নার অনুমতি মেলেনি । তাই, সোমবার সকালে বিধানসভার গাড়ি বারান্দার সামনে বিক্ষোভে বসেন অগ্নিমিত্রা পাল, শিখা চট্টোপাধ্যায়, চন্দনা বাউড়িরা । তাঁদের হাতে দেখা গেল প্ল্যাকার্ড । প্ল্যাকার্ডে কোচবিহারের ঘটনার উল্লেখ করে নারী নির্যাতনকারীদের শাস্তির দাবি করেছেন তাঁরা । সেইসঙ্গে ২০১১-র পর থেকে কতজন নারী নির্যাতনকারীর শাস্তি হয়েছে, তার জবাবও মুখ্যমন্ত্রীর কাছে চেয়েছেন তাঁরা ।