আসন্ন পঞ্চায়েত ভোটে কোনও সিভিক ভলান্টিয়ার প্রার্থী হতে পারবেন না। তবে শিক্ষকদের জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থী হতে কোনও বাধা নেই। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রাথমিক বা হাইস্কুল শিক্ষক, প্যারা টিচাররা পঞ্চায়েতে প্রার্থী হতে পারেন। এছাড়া অধ্যাপক, সহকারী অধ্যাপক, লেকচারার, গেস্ট লেকচারারদের পঞ্চায়েতের টিকিট পেতে কোনও অসুবিধা নেই। কমিশন জানিয়েছে, সিভিক ভলান্টিয়াররা রাজ্য সরকারের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী। ফলে নিয়মানুযায়ী তাঁরা প্রার্থী হতে পারেন না। কিন্তু স্থায়ী সরকারি কর্মীদের প্রার্থী হতে কোনও বাধা নেই।
ইতিমধ্যেই এই মর্মে রাজ্যের সমস্ত জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিসারকে বিজ্ঞপ্তি পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধু সিভিক ভলান্টিয়ারই নয়। গ্রাম রোজগার সেবক, শিক্ষা বন্ধু সহ পঞ্চায়েত বা রাজ্য সরকারের ঠিকা বা চুক্তিভিত্তিক কোনও কর্মীই প্রার্থী হতে পারবেন না।