বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষের বাড়িতে ও চালকলে হানা দিল আয়কর দফতর। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ৩০ অগাস্ট তিনি ফের তৃণমূলে যোগ দেন। বুধবার বিধায়কের বাড়ি, চালকল এবং কার্যালয়ে হানা দেয় আয়কর দফতর।
এর পাশাপাশি বিধায়কের দফতর লাগোয়া একটি অতিথিশালা এবং মদের দোকানেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালানোর সময় পুরো এলাকা ঘিরে ছিলেন কেন্দ্রীয় বাহিনী।
তন্ময় ঘোষ পেশায় একজন ব্যবসায়ী। ২০১৫ সাল থেকে রাজনীতিতে যোগ দেন তিনি। ২০২১ সালে তৃণমূলের টিকিটের দাবিদার ছিলেন। কিন্তু দল তাঁকে টিকিট না দেওয়ায় BJP-তে যোগ দিয়েছিলেন। তারপর BJP-র টিকিটে জয়ী হয়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি।