ভারতের স্বাধীনতার (Independence Day 2022) ইতিহাসে সামান্য হলেও অবদান রেখেছে এ রাজ্যের বালুরঘাট (Balurghat) । স্বাধীনতা সংগ্রামীদের কর্মকান্ডের সাক্ষ্মী থেকেছে বালুরঘাট । সেই বালুরঘাট থেকেই উদ্ধার হল বিপ্লবীদের ব্যবহৃত পুরনো অস্ত্রসস্ত্র (Arms recovered from Balurghat) । একটি স্কুল থেকেই এই পুরনো অস্ত্র উদ্ধার হয়েছে ।
বালুরঘাটের প্রাচ্য ভারতি স্কুল । একসময় প্রাচ্য ভারতীতেই ছিল যুগান্তর, অনুশীলন সমিতির মতো গোপন বিপ্লবী সংগঠনের আস্তানা । তখন স্কুল নয়, প্রাচ্য ভারতী প্রতিষ্ঠান ছিল । সম্প্রতি, স্কুলের ভাঁড়ার ঘর পরিষ্কার করতে গিয়েই উদ্ধার হয়েছে বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্রের কিছু অংশবিশেষ । পাশাপাশি কিছু প্রাচীন মূর্তির ধ্বংসাবশেষও উদ্ধার হয় ।
আরও পড়ুন, Independence Day 2022: দিল্লি, পঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে গ্রেফতারি, স্বাধীনতার আগে নিরাপত্তার চাদর
বিদ্যালয়ের শিক্ষকেরা উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র এবং মূর্তিগুলি উদ্ধার করে সযত্নে রেখে দিয়েছেন । তাঁরা এই অস্ত্রগুলি সংরক্ষিত করতে চান । আগামী দিনে এই অস্ত্রশস্ত্র গুলি নিয়ে তারা স্কুলেই একটি ছোট্ট মিউজিয়াম তৈরি করতে চান তাঁরা । এই অস্ত্র উদ্ধারের ফলে স্বাধীনতা যুদ্ধে বালুরঘাটের অবদানের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা ।