তৃণমূলের (TMC) টিকিটে জিতে টানা ১২ বছর কাউন্সিলরের দায়িত্ব সামলেছেন। এবার টিকিট দেয়নি দল। তাই নির্দল (Independent Candidate) হয়ে ভোটে লড়ছেন। সেই অপরাধে নির্বাচনের দিন বেধরক পেটানো হল উত্তর ব্যারাকপুরের এক নেতাকে। অভিযোগ, তৃণমূলের লোকজনই রাস্তায় ফেলে মারধর করেছে তাঁকে।
উত্তর ব্যারাকপুুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দেবাশিস দে (West Bengal Municipal Elections)৷ এলাকায় তৃণমূলের নেতা হিসাবেই পরিচিত তিনি। তাঁর দাবি, বহিরাগতদের এনে বুথ দখল করছে দলের অফিসিয়াল গোষ্ঠী।
আরও পড়ুন:West Bengal Municipal Election: বহরমপুরে কংগ্রেসের এজেন্টদের হুমকি, বুথে গেলেন অধীর চৌধুরী
সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই প্রকাশ্য রাস্তায় ওই নির্দল প্রার্থীকে নির্বিচারে কিল, চড়, ঘুষি মারতে থাকেন কয়েকজন যুবক৷ মারের চোটে রক্তাক্ত হন নির্দল প্রার্থী৷ দেবাশিসবাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তাঁর উপরে হামলা চালিয়েছে৷ পাল্টা নির্দল প্রার্থীর বিরুদ্ধে বুথে গিয়ে অশান্তি ছড়ানোর অভিযোগ করেছে তৃণমূল৷