বিধাননগর পুরনিগমের ১২ নং ওয়ার্ডে এবার চর্তুমুখী লড়াই । তৃণমূল(TMC), সিপিএম(CPM), বিজেপি(BJP) ছাড়াও এবার পুরভোটের লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে নির্দল প্রার্থী । এই ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন মমতা মণ্ডল(Mamata Mondal) । তিনি বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী । শনিবার, কর্মী-সমর্থকদের নিয়ে ১২ নম্বর ওয়ার্ডের ন'পাড়া অঞ্চলে প্রচার সারলেন তিনি ।
এদিন, বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন মমতা মণ্ডল । সেইসঙ্গে দেওয়াল লিখন সারেন । প্রচারের মাঝেই জানান, এলাকার মানুষের থেকে ভালই সাড়া পাচ্ছেন । জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী তিনি ।
আরও পড়ুন, Avishek Banerjee: গঙ্গাসাগর মেলার প্রাক্কালে দক্ষিণ ২৪ পরগনায় অভিষেকের প্রশাসনিক বৈঠক
প্রসঙ্গত, গত নির্বাচনে সিপিএমের হয়ে জিতেছিলেন আজিজুল হোসেন মণ্ডল । জয়লাভের কিছুদিন পরেই সিপিএম ছেড়ে তৃণমূল যোগ দেন । তাঁরই ভাইয়ের বউ হল মমতা মণ্ডল । এই বছর নির্বাচনে আসনটি মহিলাদের জন্য সংরক্ষিত । কিন্তু, আজিজুলের পছন্দ মতো প্রার্থী তৃণমূল না দিতে পারায় আজিজুল ক্ষুব্ধ হয়ে তার ভাইয়ের বউকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন পুর নির্বাচনে । মমতা মণ্ডল জানিয়েছেন, জয়ের পর তৃণমূলেই যোগ দেবেন তিনি ।