পশ্চিমবঙ্গে INDIA জোট ফলপ্রসূ না হওয়ার জন্য কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুললেন তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন। তাঁর অভিযোগ, সম্পূর্ণ BJP-র ভাষায় কথা বলছেন তিনি। সেকারণেই রাজ্যে জোট করা সম্ভব হচ্ছে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের কী বক্তব্য?
পশ্চিমবঙ্গে INDIA জোট নিয়ে টালবাহানা চলছেই। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, একলা চলো নীতিতেই আগামী লোকসভা নির্বাচন লড়বে তারা। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধি জানিয়েছেন, INDIA জোটে আসন সমঝোতায় কোনও কিছু বাধা হয়ে দাঁড়াবে না।
কী বলেছেন ডেরেক ও ব্রায়েন?
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, "ইন্ডিয়া জোটের সামনে মোট দুটি প্রতিবন্ধকতা রয়েছে। একটি BJP এবং অপরজন অধীর রঞ্জন চৌধুরী। তিনি (অধীর চৌধুরী) BJP-র মতো কথা বলছে। বাংলায় INDIA জোট ফলপ্রসূ না হাওয়ার পিছনে কারণ হল অধীর চৌধুরি।"