চাকরিপ্রার্থীদের জন্য সুখবর । ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক, IPPB-তে গ্রামীণ ডাক সেবক (IPPB Recruitment 2022) পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে । এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে । ১০ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে । আবেদনের শেষ তারিখ ২০ মে ।
সারা দেশে IPPB ব্যাঙ্কের শাখায় শূন্য পদ (Job News) পূরণ করা হবে । এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজ্যে মোট ৬৫০টি পদ পূরণ করা হবে । বিভিন্ন রাজ্য অনুযায়ী নিয়োগ করা হবে । পরীক্ষা তারিখ এখনও জানানো হয়নি । তবে, জুন মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে । আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট ippbonline.com-এ গিয়ে আবেদন করতে পারেন ।
শিক্ষাগত যোগ্যতা-
IPPB-র এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের নূন্যতম যোগ্যতা স্নাতক পাশ । এছাড়া, ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা-
চাকরিপ্রার্থীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ।
বেতন কাঠামো-
যোগ্যতা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে ।
বাছাই প্রক্রিয়া-
প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদগুলিতে নির্বাচিত করা হবে । জুন মাসে এই পরীক্ষা হতে পারে ।
এই বিষয়ে বিস্তারিত জানতে, ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট ippbonline.com-এ নজর রাখুন ।