পুজোয় (Durga Puja 2023) সেজে উঠছে ভারতীয় রেল (Indian Railway)। মূলত আঞ্চলিক উৎসবের সময় সেই জোনের ট্রেনগুলি সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। সেই কারণে দুর্গা পুজোয় নানা রকম ছবিতে সেজে উঠতে চলেছে শহরতলির ট্রেনের কামরাগুলি।
লোকাল ট্রেনের কামরায় ফুটিয়ে তোলা হচ্ছে গ্রামীণ পরিবেশ, সাধারণ জনজীবন, দৈনন্দিন জীবনের ছবি। শুধু অন্দরসজ্জা নয়, লোকাল ট্রেনগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে এলইডি আলো দিয়েও। ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে ট্রেন রক্ষণাবেক্ষণ ডিপোগুলিতে।
আরও পড়ুন - আলিপুরের পূর্বাভাস বুধ ও বৃহস্পতিতে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি
শিয়ালদহের চারটি ডিপো অর্থাৎ নারকেলডাঙা, বারাসত, সোনারপুর ও রানাঘাট এই চারটি ডিপোর একজোড়া করে ট্রেন প্রাথমিক ভাবে সাজিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি সব শাখাতেই চলবে।