গরমের ছুটি আসছে, এই সময়ে ঘুরতে যাওয়ার পরকল্পনা? ভ্যাকেশনের আগেই সামার স্পেশাল ট্রেন ঘোষণা করল পূর্বরেল।
গরমে যাত্রীদের অতিরিক্ত ভিড়ের চাপ কমাতে জাগীরোড (Assam) ও শিয়ালদহের মধ্যে চলাচল করবে এসি স্পেশাল ট্রেন। স্পেশাল ট্রেন নং. ০৩১০৫ (শিয়ালদহ-জাগীরোড) আগামী ১২ এপ্রিল থেকে ২৮ জুন, পর্যন্ত প্রতি শুক্রবার শিয়ালদহ থেকে সকাল ০৯.০০ টায় ছাড়বে, পরদিন দিন সকাল ০৬.৩০ টায় জাগীরোড পৌঁছবে।
ট্রেনটি উভয় পথে যাত্রার সময় গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, কিষানগঞ্জ, মালদহ টাউন, জঙ্গীপুর রোড, আজিমগঞ্জ, বান্ডেল, নৈহাটি হয়ে চলাচল করবে।
সামার স্পেশাল ট্রেন চালিয়ে গত বছর দারুণ সাড়া পেয়েছিল ভারতীয় রেল।