শুক্রবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল ভারতীয় রেল। বাড়ল বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের সংখ্যা। এতদিন জানা যাচ্ছিল, হাওড়া থেকে এনজিপি যাওয়ার মধ্যে শুধুমাত্র মালদা জংশনে থামবে বন্দে ভারত। বৃহস্পতিবার রেলের তরফে ‘হাওড়া-নিউ জলপাইগুড়ি’ বন্দে ভারত এক্সপ্রেসের ‘চূড়ান্ত পরিবর্তিত সূচি’ প্রকাশ করা হল। সেখান থেকেই জানা গেল, সাধারণ দিনে বোলপুর , মালদহ টাউন এবং বারসোই স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস।
উল্লেখ্য, এই সেমি হাইস্পিড ট্রেনটি যাতে বোলপুর স্টেশনে দাঁড়ায়, তার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে চিঠি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
বন্দে ভারতে মূলত দুই শ্রেণির কোচ থাকছে। গোটা ট্রেনটি চেয়ার কারে সুসজ্জিত হলেও, দু-রকম ভাগ থাকছে। একটি এসি চেয়ার কার ও অপরটি এগ্জিকিউটিভ চেয়ার কার। সূত্রের খবর, অনুযায়ী এই দুই ধরনের শ্রেণিতে ভাড়াও হতে পারে দু'রকম।