অমৃত ভারত স্টেশন প্রকল্পের সুবিধা বাংলায়। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রাজ্যে ৯৩টি আধুনিক স্টেশন গড়ে উঠবে। হাওড়া, শিয়ালদহ ছাড়াও এই তালিকায় জায়গা পেয়েছে অনেক প্রান্তিক স্টেশনও। তবে কতদিনের মধ্যে এই সুবিধা আসবে, তা জানা যায়নি।
কেন্দ্রীয় রেলমন্ত্রক সূত্রে খবর, কেন্দ্রের তালিকায় আছে বর্ধমান, বনগাঁ, পাণ্ডবেশ্বর, পানাগড়ের মতো স্টেশন। গত ২২ ডিসেম্বর, স্টেশনের আধুনিকীকরণের জন্য নতুন নীতি প্রণয়ণ করে কেন্দ্র। ইতিমধ্যেই সেই তালিকা নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। বিজেপি সাংসদরাও সেই তালিকা প্রকাশ করে টুইট করেছেন। তবে বিজেপির দাবি মোট ৯৪টি স্টেশন তালিকায় আছে।
রেল সূত্রে খবর, স্টেশনগুলির চাহিদা অনুযায়ী, অত্যাধুনিক তৈরি করা হবে। উন্নতমানের প্রতীক্ষালয়, ক্যাফেটারিয়া, খুচরো পণ্যের দোকান করা হবে। ৭৬০ মিলিমিটার থেকে ৮১০ মিলিমিটার পর্যন্ত উঁচু প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছে রেল।