বর্তমানে দেশে করোনা (Corona) পরিস্থিতি নিয়ন্ত্রণে । কোভিড বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে পুরানো ব্যবস্থা, হারানো সুযোগ-সুবিধা ফিরছে । ভারতীয় রেলের (Indian Railways) তরফেও সেরকমই এক পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে । শীততাপ নিয়ন্ত্রিত বগিতে ফের বালিশ, কম্বল (Blanket), চাদর, তোয়ালে (Towel) দেবে ভারতীয় রেল । বৃহস্পতিবার রেল মন্ত্রক ও রেল বোর্ড যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে । জানা গিয়েছে, এদিন থেকেই এই পরিষেবা শুরু হয়ে যাবে ।
আরও পড়ুন, Durgapur AAP Celebration: পাঞ্জাবে আপের সাফল্য, দুর্গাপুরে মিছিল কর্মী-সমর্থকদের, চলে মিষ্টি বিতরণও
করোনার প্রকোপে ২০২০ সালের ১১ মে থেকে শীততাপ নিয়ন্ত্রিত বগিগুলিতে কম্বল, বালিশ, তোয়ালে, চাদর দেওয়া বন্ধ হয়ে যায় । মাঝে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ২০২১ সালের ৫ মে ফের একটি বিজ্ঞপ্তি দিয়ে ওই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয় । এবার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে । রেলের তরফে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি সমস্ত জোনাল ম্যানেজারকে দেওয়া হয়েছে । অবিলম্বে এই ব্যবস্থা চালু করার বিষয়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে ওই চিঠিতে ।