অলিম্পিকেও যুক্ত করা হোক ক্রিকেট। বিশ্বকাপ ট্রফির উন্মোচনে এসে কলকাতার ইডেন গার্ডেনে এমনই প্রস্তাব দিলেন ক্রীড়া তারকারা। শুক্রবার সন্ধেয় ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঝুলন গোস্বামী, লিয়েন্ডার পেজ, অশোক দিন্দা সহ অনেকেই।
আগামী মাসের ৫ তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে তার জন্য উত্তেজনা চড়ছে। টিকিট বিক্রিও শুরু হয়েছে। সেমিফাইনাল সহ মোট পাঁচটি ম্যাচ রয়েছে ইডেনে। শুক্রবার রাতের ওই অনুষ্ঠানে তারকারা জানিয়েছেন, অলিম্পিকের মতো জনপ্রিয় খেলায় ক্রিকেটের সংযুক্তিকরণ হলে পরিচিতি ও বিস্তার আরও বাড়বে।