বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো- (Indigo Airlines)র বিরুদ্ধে এক বিশেষভাবে সক্ষম শিশুকে বিমান চড়তে বাধা দেওয়ার অভিযোগ।শিশুটি আতঙ্কগ্রস্থ হয়ে যাওয়ায় তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে রাঁচি বিমানবন্দরে। জানা গিয়েছে, শনিবার রাঁচি থেকে হায়দরাবাদগামী একটি ইন্ডিগোর বিমানে বিশেষ ভাবে সক্ষম এক শিশুর সঙ্গে এ হেন আচরণ করা হয়। খবরটি ছড়িয়ে পড়তেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে DGCA। গোটা ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে রিপোর্ট তলব করেছেঅসামরিক বিমান পরিষেবা বিভাগ (DGCA)।
ইন্ডিগো এয়ারলাইন্সের তরফেও এই ঘটনা প্রসঙ্গে একটি বিবৃতি (statement) দেওয়া হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, অন্য যাত্রীদের সুরক্ষার (Passenger safety) স্বার্থে গত ৭ মে রাঁচি-হায়দরাবাদের একটি নির্দিষ্ট ফ্লাইটে এক বিশেষভাবে সক্ষম শিশুকে উঠতে দেওয়া হয়নি। কারণ সেই সময় শিশুটি অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল। ঘটনার পর বিমান কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগরে দেন শিশুটির বাবা-মা। তাঁদের রাঁচি স্টেশনের কাছেই একটি হোটেলে থাকার বন্দোবস্ত করে ইন্ডিগো কর্তৃপক্ষ। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের যে সমস্যার মুখোমুখি হয়ে গিয়েছিল, তার জন্য সংস্থা ক্ষমাপ্রার্থী। এছড়াও সংস্থাটি জানিয়েছে, প্রতিবছর প্রায় ৭৫ হাজার বিশেষভাবে সক্ষম যাত্রী ইন্ডিগোতে যাতায়াত করন।