ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি চালানোর অভিযোগ। অনুপ্রবেশে বাধা দিয়ে আক্রান্ত হলেন এক মহিলা জওয়ান। ধারাল অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। এমনকি গুলি চালানো হয় বলেও খবর পাওয়া গিয়েছে।
বাংলাদেশে অশান্ত পরিস্থিতির জন্য অনুপ্রবেশের আশঙ্কা ছিল আগে থেকেই। কিন্তু এবার সেই আশঙ্কাই সত্যি হল। সূত্রের খবর, সীমান্ত পেরোনোর জন্য কয়েকদিন ধরেই কয়েক হাজার বাংলাদেশি বিভিন্ন এলাকায় জড়ো হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে মালদা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন দুষ্কৃতী। তাদের আটকান BSF জওয়ানরা।
অভিযোগ, সেই সময় ধারাল অস্ত্র দিয়ে এক মহিলা জওয়ানের উপর হামলা চালানো হয়। শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের মধ্যে থেকে কয়েকজন গুলি চালায় বলেও অভিযোগ। অন্যদিকে আত্মরক্ষার্থে জওয়ানরাও গুলি চালায় বলেও খবর পাওয়া গিয়েছে। তারপর দুষ্কৃতীরা ফের বাংলাদেশের দিকে পালিয়ে যায়।
সূত্রের খবর, মালদা সীমান্তবর্তী এলাকার আমবাগান জঙ্গলে ৮ জামাত জঙ্গি লুকিয়ে রয়েছে। যে কোনও সময় নদী পেরিয়ে ভারতে ঢোকার ছক করছে তারা। এবিষয়ে গ্রামবাসীরা বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁদের দাবি, বাংলাদেশ বর্ডার গার্ড জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করছে। জঙ্গিদের আটকাতে BSF এর পাশাপাশি গ্রামবাসীরাও সীমান্ত পাহাড়া দিচ্ছেন।
এদিকে মালদা দিয়ে যে সব দুষ্কৃতী ঢোকার চেষ্টা করছিল বলে অভিযোগ তাদের সঙ্গে গরুও ছিল। এদিকে এই ধরনের ঘটনা যাতে আগামীদিনে আর না ঘটে তার জন্য ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও খবর।