সাম্প্রতিক বেশ কিছু ঘটনা কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিলেন বাংলার বিদ্বজ্জনদের একাংশ। তাঁরা জানিয়েছেন, গত ৬ দিন যাবত রাজ্যে একাধিক হিংসার ঘটনা নিয়ে রাজনীতি চলছে। নাগরিক হিসাবে তাঁরা এতে উদ্বিগ্ন। বিবৃতিতে সই করেছেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, শ্রীকান্ত আচার্য, ঋদ্ধি সেন, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, রেশমী সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়।
Swastika Mukherjee: স্বস্তিকাকে বিকৃত ছবি ইমেল করে 'আরও খারাপ কিছু' করার হুমকি প্রযোজকের
সংস্কৃতি জগতের এই ব্যক্তিত্বরা বিবৃতিতে প্রশাসনের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চেয়েছেন। তাঁরা জানিয়েছেন, সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের সাম্প্রতিক ঘটনায় সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের আরও সক্রিয় হওয়া প্রয়োজন ছিল। এই ঘটনার ‘উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপ’-এর দাবিও তুলেছেন তাঁরা।