চলন্ত লরি থেকে লুট করা হয়েছে প্রায় ১০ কোটি টাকার আইফোন। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করল একটি লজিস্টিক্স সংস্থা।
ওই লজিস্টিক্স সংস্থার তরফে জানানো হয়েছে ২৬ সেপ্টেম্বর প্রায় ১০ কোটি টাকার আইফোন নিয়ে রওনা হয়েছিল একটি লরি। ২৮ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর ঢোকে গাড়িটি। অভিযোগ, তারপর থেকে গাড়ির সন্ধান পাওয়া গেলেও চালক ও খালাসির সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর ডেবরা থানার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা গিয়ে দেখেন গোটা লরি ফাঁকা। কোনও আইফোন নেই।
এর পরেই তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে পশ্চিম মেদিনীপুর পুলিশের বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। যদিও পুলিশ জানায়, ওই গাড়িতে থাকা আইফোনগুলির IMEI নম্বর ধরে ফোনগুলি লক করা হয়েছে। তবে কয়েকটি ফোন দিল্লিতে বিক্রি হয়েছে বলে দাবি তাঁদের। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এবিষয়ে বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন, জেলা পুলিশ সুপারকে পুরো ঘটনায় নজরদারি করতে হবে। ২ ফেব্রুয়ারি মামলার ফের শুনানি রয়েছে।