বদলি করে দেওয়া হল সন্দেশখালিতে কর্তব্যরত পুলিশকর্তা পাপিয়া সুলতানাকে। তাঁকে ব্যারাকপুর ১ নম্বর ব্যাটেলিয়নে স্থানান্তরিত করা হয়েছে। SP হোমগার্ড পদে রয়েছেন পাপিয়া। যদিও হঠাৎ কী কারণে বদলি তা জানা যায়নি।
মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ
মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে উত্তাল সন্দেশখালি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গ্রামের নির্যাতিতা মহিলাদের বয়ান রেকর্ড করা হয়। যার দায়িত্বে ছিলেন পাপিয়া সুলতানা।
সন্দেশখালির নারী নির্যাতনের ঘটনার তদন্তে একটি ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। যার নেতৃত্ব দেন DIG পদমর্যদার এক অফিসার। সেসময় পাপিয়া সুলতানা মহিলাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন। যেখানে চারটি অভিযোগ সামনে এসেছে বলে জানিয়েছিলেন বসিরহাটের পুলিশসুপার মেহেদি হাসান।