দূরপাল্লার যাত্রায় ট্রেনের খাবারে মন ভরে না অনেক সময়ই। তাই ভরসা বেসরকারি সংস্থার অনলাইন খাবারে (Online Food)। কিন্তু সম্প্রতি সেই খাবারের গুণগত মান নিয়ে হাজারও অভিযোগ সামনে এসেছে। এবার যাত্রীদের সাবধান করতে ঠিকঠাক খাবার কেনার পদ্ধতি বাতলে দিল IRCTC।
জানানো হয়েছে, স্টেশনের বেসরকারি সংস্থার থেকে খাবার কেনার সময় রেল-রেস্ত্রো, রেলমিত্র, ট্রাভেলখানা, রেলমিল, ফুডঅনট্র্যাক, ই-ক্যাটারিং অ্যাপ, দিব-রেল, খানা-অনলাইন, ট্রেনস-ক্যাফে, ট্রেন-মেনুর মতো ১০টি সংস্থাকে এড়িয়ে চলতে। IRCTC জানিয়েছে, এই সংস্থাগুলি রেল অনুমোদিত নয়। তাই এদের খাবারের গুণগত মান খারাপ থাকলেও, তাঁদের কোনও উপায় থাকে না।
আরও পড়ুন - দুর্গাপুজোর চারদিন আকাশ থাকবে ঝলমলে, কমবে ভ্যাপসা গরমও, জানাল মৌসম ভবন
তার পরিবর্তে IRCTC-র ই-ক্যাটারিংয়ের সুবিধা নিতে পারেন যাত্রীরা। এক্ষেত্রে PNR নম্বর দিয়ে IRCTC-র ওয়েবসাইট থেকে খাবার অর্ডার করলে তা নির্দিষ্ট সময়ে সিটে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও ১৩২৩ নম্বরে ফোন অথবা ৮৭৫০০০১৩২৩ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেও বিশদে জানা যাবে।