কার্যত বৃষ্টি গায়ে মেখেই, বাংলা থেকে পাততাড়ি গুটিয়ে নিল শীত। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ চড়ায়, ঠান্ডা গায়েব। মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছিল বৃষ্টি। শনিবার থেকে হাওয়াবদলের সম্ভাবনা। তবে, আজও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কয়েকটি জায়গায়।
আবহাওয়া অফিস সূত্রে খবর, আপাতত দাপুটে শীতের ফেরার সম্ভাবনা আর সেভাবে নেই। শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা, তবে আগামী সপ্তাহে আবার বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।