ISC ও ICSE-এর ফল প্রকাশ করল ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। CISCE-র প্রধান জোসেফ এমানুয়েল সোমবার সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে ফলঘোষণা করেন। পাসের হারে ছেলেদেরকে টেক্কা দিয়ে এগিয়ে মেয়েরা।
www.cisce.org ও www.results.cisce.org এই অফিসিয়াল সাইটে ফলাফল দেখা যাবে। ডিজিলকারেও রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা। দশম শ্রেণির পরীক্ষায় পাসের হার ৯৯.৪৭ শতাংশ। পশ্চিমবঙ্গে পাশের হার ৯৭.৮০ শতাংশ। এদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাসের ৯৮.১৯ শতাংশ। পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণির পাসের হার ৯৭.৮০ শতাংশ।
দশম শ্রেণির পরীক্ষার ৩৭ দিনের মাথায় ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে।