ভাঙড়ের অশান্তির জন্য ISF কেই কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। পাশাপাশি তাঁর বক্তব্য, মুসলিমদের ভুল বোঝানো হচ্ছে।
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। উভয় পক্ষের সংঘর্ষে ভাঙড় বিডিও অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। বৃহস্পতিবার দুপুরে ফের সংঘর্ষে ভাঙড়ে ১ ISF নেতা মৃত্যু হয়েছে। তারপরেই পুরো ঘটনার জন্য ISF কেই দায়ি করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দলের কেউ যুক্ত নয় বলে জানিয়েছেন তিনি।
মমতা বলেন, "ভাঙড়ে একটা নতুন দল জিতেছে। তারাই পরশুদিন ওখানে লুঠপাঠ করেছে।" পাশাপাশি বৃহস্পতিবার ISF ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। ঘটনায় গুলি ও বোমাবাজি করার অভিযোগও ওঠে। ঘটনার জেরে মৃত্যু হয়েছে এক ISF কর্মীর। সেই প্রসঙ্গে প্রশাসনকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "ইসলামপুর এবং চোপড়ায় যারা অশান্তি করেছে তারা দলের কেউ নয়"
মনোনয়ন জমা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। তারমধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া এবং দক্ষিণ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পরিস্থিতি সবথেকে খারাপ। গুলি লেগে দুই জেলাতেই মৃত্যু হয়েছে একজন করে।