গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভাঙড়ের এক আইএসএফ নেতা। ইতিমধ্যেই কাশীপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। পেশায় টোটোচালক ওই নেতা আইএসএফের বুথ সভাপতি। আইএসএফের তরফে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
জানা গিয়েছে, কিছুদিন আগে জামাকাপড় কেনার নাম করে পূর্বপরিচিত ওই বধূকে বাইকে নিয়ে রাজারহাটে যান অভিযুক্ত। অভিযোগ, জামালপাড়ার একটি ভাড়াবাড়িতে বধূকে চারদিন আটকে রেখে লাগাতার ধর্ষণ করা হয়। পাশাপাশি, ধর্ষণের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন অভিযুক্ত। এছাড়া নির্যাতিতার গয়না বিক্রির অভিযোগও রয়েছে ওই আইএসএফ নেতার বিরুদ্ধে।
আরও পড়ুন- Rupankar Bagchi: অঞ্জন দত্তের পরিচালনায় অভিনয় করছেন রূপঙ্কর, সত্যজিৎকে নিয়ে বাঁধছেন গান